আলনার কথা

শুভ আঢ্য

আলনার কথা

শাড়ি রাখো, নিজেকে খুলেমেলে যতটা
নিতম্ব সেটাই, আঘ্রাণ, ঘাড়-বুক, লসিকা রক্তও

ওই পীন পয়োধরের সময় জামানত পাচ্ছে দেওয়াল ও বিছানা
মাঝে মাঝে আলনা ফুল মৌরীর বনে ডাক দেয় ছায়াকে, নিজেদের

ভেতরের সুবাস রেখে যাও, চুরি যায় ফেলা হলুদ
মাছ থেকে, ভাত থেকে মুখরা দিনের আদর
সুতরাং
সুবাসিত সময় অথবা অ্যান্টিসৠপ্টিক ক্রিম ক্ষত থেকে
রাখে বিরত, রতিহীন


ফেসবুক মন্তব্য